সোমবার

১২ মে, ২০২৫
২৯ বৈশাখ, ১৪৩২
১৪ জিলক্বদ, ১৪৪৬

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্ট থেকে আওয়ামী লীগ নেতা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে, ২০২৫ ২০:৫৩

শেয়ার

ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্ট থেকে আওয়ামী লীগ নেতা আটক
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা গোলাম মর্তুজাকে আটক করেছে দর্শনা থানা পুলিশ।

রোববার সকাল সাড়ে ১১ টার দিকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমির।

আটক গোলাম মর্তুজা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমির বলেন, ‘গোলাম মোর্তুজা রোববার সকালের দিকে দর্শনার জয়নগর ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় সন্দেহ হলে তাকে আটক করে জয়নগর ইমিগ্রেশন পুলিশ। তার নামে বিএনপি নেতাকে অপহরণপূর্বক নির্যাতন করার অভিযোগে মামলা রয়েছে।’ 

দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের সহকারি উপ-পরিদর্শক তারেক জানান, ‘ওনার নামে মামলা থাকায় ইমিগ্রেশন পার হওয়ার অনুমিত দেয়া হয়নি। পরে তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

banner close
banner close