সোমবার

১২ মে, ২০২৫
২৯ বৈশাখ, ১৪৩২
১৪ জিলক্বদ, ১৪৪৬

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৪ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে, ২০২৫ ২০:৪৫

শেয়ার

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৪ বাংলাদেশি আটক
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির সদস্যরা।

রোববার দুপুরে দিনাজপুর ৪২ বিজিবি থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন, বোচাগঞ্জ উপজেলার দক্ষিণ ছাতইল গ্রামের নজরুল ইসলামের ছেলে লাইছুর রহমান, বিরল উপজেলার নাড়াবাড়ী গ্রামের আমান উল্লাহর ছেলে আব্দুল কাদের, বোনগ্রামের পুলেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় ও দাসনগর গ্রামের নিলামু রায়ের ছেলে সূর্য রায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ভোর ৩টায় বোচাগঞ্জ উপজেলার পরশ্বেরপুর বিওপির সীমান্তের ৩৩২ মেইন পিলারের ১ সাব পিলারের কাছ থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কাজের সন্ধানে সাত থেকে আট মাস পূর্বে দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। আবার সেখান থেকে ভারতীয় দালালদের সহযোগিতায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।

এদিকে বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ‘আটককৃতদের থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।’

banner close
banner close