
চুয়াডাঙ্গায় রোববারের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করছে। একদিকে শুষ্ক বাতাস ও অন্যদিকে প্রখর রোদের কারণে রাস্তাঘাটে লোকসমাগম কম। এমন পরিস্থিতিতে দূর্ভোগে পড়তে হচ্ছে শ্রমজীবী মানুষদের।
রোববার দুপুর ১২ টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৯ দশমিক ০৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৩১ শতাংশ।
আর দুপুর ৩ টায় আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪১ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ২৬ শতাংশ।
কয়েক দিন মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহের পর শনিবার থেকে জেলায় শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। এদিকে শনিবার পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।
তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা চারদিকে, কোথাও স্বস্তি নেই।
এমন পরিস্থিতিতে কোনো সুখবর দিতে পারেননি আবহাওয়াবিদেরা। বরং তারা আরও বলছেন, তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন, আরও দুয়েকদিন চুয়াডাঙ্গায় এমন খরতাপ অব্যাহত থাকতে পারে। এজন্য জনসাধারণকে দুপুরের সময় অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।’
স্বাস্থ্য বিভাগ থেকে গরমে সবাইকে খুব সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে আতিয়ার রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলা সদরের আলোকদিয়া বাজারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আতিয়ার রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: