সোমবার

১২ মে, ২০২৫
২৯ বৈশাখ, ১৪৩২
১৪ জিলক্বদ, ১৪৪৬

কালীগঞ্জে পৌর প্যানেল মেয়রসহ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

কালীগঞ্জ (গাজীপুর),প্রতিনিধি

প্রকাশিত: ১১ মে, ২০২৫ ১১:৫৯

শেয়ার

কালীগঞ্জে পৌর প্যানেল মেয়রসহ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
ছবি: কালীগঞ্জে প্যানেল মেয়রসহ আওয়ামী লীগের ১০ নেতা কর্মীকে গ্রেফতার করছে পুলিশ

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী। উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন।

তিনি বলেন, গ্রেফতারকৃতদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন - কালীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমির হোসেন মুন্সী, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির খন্দকার, সদস্য মো. গোলজার হোসেন, ৩নং ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি মো.শাহ জালাল ভূঁইয়া, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.ফারুক হোসেন, মোক্তারপুর ইউনিয়ন আ.লীগের সদস্য মো.আল-আমিন ভূঁইয়া, মোক্তারপুর ইউপি’র ৮নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মো. সামসুল আলম, জামালপুর ইউনিয়ন আ.লীগের সদস্য মো. মোসলেহউদ্দিন, নাগরী ইউনিয়নের সোলাইমান মৃধা ও সাইফুল ইসলাম।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কালীগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের ১০ নেতাকর্মীদেরকে গ্রেফতার করে।

পরে তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় ৮(২)২৫, তারিখ ৯/২/২৫, ১৬(২)২৫, তারিখ ১৯/২/২৫ ও ৪(৮)২৪, তারিখ ২১/৮/২৪ নং মামলায় আটক দেখানো হয়েছে।

আ.লীগের ১০ নেতাকর্মীকে বিভিন্ন মামলায় আটকের পর শনিবার বিকালে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

banner close
banner close