রবিবার

১১ মে, ২০২৫
২৮ বৈশাখ, ১৪৩২
১৩ জিলক্বদ, ১৪৪৬

সীমান্তের ২০০ গজের মধ্যে বিএসএফের দুই বাঙ্কার নির্মাণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মে, ২০২৫ ০৮:১০

শেয়ার

সীমান্তের ২০০ গজের মধ্যে বিএসএফের দুই বাঙ্কার নির্মাণ
ভোলাহাট উপজেলা সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের বাঙ্কার নির্মাণ। ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ২০০ গজের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুটি বাঙ্কার নির্মাণ করেছে।

গত শুক্রবার (০৯ মে) আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ২০১/১৩-এস হতে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে এবং মেইন পিলার ২০১/১৭-আর হতে আনুমানিক ২০০ গজ ভিতরে বালুর বস্তা দিয়ে বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ চরধরমপুর বিওপির বিপরীতে ১২/মুচিয়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন এলাকায় এই বাঙ্কার দুটি নির্মাণ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. সাদিকুল ইসলাম জানান, শুক্রবার জুমার মসজিদে স্থানীয় জনসাধারণকে সীমান্তে না যাওয়ার জন্য বলেছে। তবে বাঙ্কারের নির্মাণের বিষয়ে কিছু জানায়নি। গত কয়েকদিনে উত্তেজনাপূর্ণ কিছুই হয়নি।

চরধরমপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত নায়েব সুবেদার আশরাফুল ইসলাম বলেন, শুক্রবার ভারতের অভ্যন্তরে বালুর বস্তা দিয়ে দুইটি বাঙ্কার নির্মাণ করেছে বিএসএফ। তবে এতে সীমান্তে কোনো ধরনের সমস্যা নাই। দুই বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় ভারতের চরাঞ্চলে স্থানীয় কিছু মানুষ গবাদি পশু চরাতে যায়। তাদের সীমান্তে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিয়ে বর্তমানে কোনো ধরনের শঙ্কা নেই।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভারতীয় সীমান্তের মধ্যে তাদের চেকপোস্টের পাশে বালুর বস্তা দিয়ে বাঙ্কার নির্মাণের খবর পেয়েছি। তবে বর্তমানে সীমান্তের অবস্থা শান্তিপূর্ণ রয়েছে।

banner close
banner close