
মানিকগঞ্জের হরিরামপুরের চালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. অমিত হাসানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অমিত উপজেলার চালা ইউনিয়নের দিয়াবাড়ি গ্রামের মৃত হামেদ মোল্লার ছেলে।
শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার দিয়াবাড়ি বাজার থেকে তাকে আটক করা হয়।
২০২২ সালের ৩০ মে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া মাহফিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা করে। এতে রিতার ঘরবাড়ি ভাঙচুরসহ তিনজন নেতা-কর্মী আহত হয়।
এ ঘটনায় প্রায় আড়াই বছর পরে গত ২৯ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান ওরফে ভিপি দুলাল। মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।
এ মামলার তদন্তে ঘটনার সাথে জড়িত থাকায় অমিতকে আটক করা হয় এবং শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, ‘ভাংচুর ও নাশকতা মামলায় তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয় এবং আদালতে সোর্পদ করা হয়েছে।’
আরও পড়ুন: