
কুষ্টিয়ার মিরপুরে বন্ধকের টাকা নিয়ে দুইপক্ষের দ্বন্দ্বের জেরে তৌফিক নামে এক যুবককে পিটিয়ে করে হত্যার অভিযোগ উঠেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়েছে।
এর আগে প্রতিপক্ষের লোকজনদের হামলায় তৌফিকসহ তার বেশ কয়েকজন আহত হন। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের আশাননগর গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম।
নিহত তৌফিক ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের আশাননগর গ্রামের জহুরুল ইদলামের ছেলে। এ ঘটনায় তৌফিকের ভাই শফিউল ইসলাম বাদী হয়ে মিরপুর থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।
এদিকে প্রধান অভিযুক্ত মহসিন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামীরা পলাতক রয়েছেন।
পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহাত বলেও জানিয়েছেন মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম।
আরও পড়ুন: