শনিবার

১০ মে, ২০২৫
২৬ বৈশাখ, ১৪৩২
১২ জিলক্বদ, ১৪৪৬

চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে বিপযর্স্ত জনজীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৯ মে, ২০২৫ ১৭:২৪

শেয়ার

চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহে বিপযর্স্ত জনজীবন
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। শুক্রবার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের অর্দ্রতা ছিল ২৪ শতাংশ। যা চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা।

এর আগে বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা।

এদিকে তীব্র তাপপ্রবাহে বিপযর্স্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে কৃষক ও খেটে খাওয়া মানুষ। তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে অতি প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে বের না হতে পরামর্শ দেয়া হচ্ছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক জামিনুর হক বলেন, ‘চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আজ। আগামী ১৩ মে পর্যন্ত ক্রমেই বাড়তে পারে তাপমাত্রা।’

banner close
banner close