
মানিকগঞ্জের সিংগাইরে তিন ফসলি কৃষিজমি থেকে ইটভাটা অপসারণ, মাটিকাটা বন্ধ ও ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকের ধান পুড়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) ১১ টায় এলাকাবাসীর আয়োজনে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জামির্ত্তার তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পতিত আওয়ামীলীগের দোসর আয়নাল গং কিছু বিএনপির নামধারীদের যোগসাজসে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় দিচ্ছে। উপজেলা ও জেলা প্রশাসনে বারবার অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না।
বক্তারা আরো বলেন, অনুমোদনহীন ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ফসলসহ ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত অবৈধ ইটভাটা উচ্ছেদ, কৃষিজমির মাটি কাটা বন্ধ, কৃষকদের ক্ষতিপূরণসহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে জামির্ত্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু সায়েম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সানোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী শহিদুল ইসলাম, চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তারিকুর রহমান আলালসহ অনেকে।
এসময় ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক, স্থানীয় সচেতন নাগরিকসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: