শনিবার

১০ মে, ২০২৫
২৬ বৈশাখ, ১৪৩২
১২ জিলক্বদ, ১৪৪৬

শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি তৌফিক আজম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মে, ২০২৫ ১২:২১

শেয়ার

শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি তৌফিক আজম
শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন ওসি তৌফিক আজম।

পুলিশিং কাজের স্বীকৃতি স্বরুপ মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। পাশাপাশি একই থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক পার্থ শেখর ঘোষ ও সহকারী উপপরিদর্শক আব্দুল জলিল পৃথকভাবে দুটি শাখা হতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৮মে) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা পুলিশের হলরুমে আয়োজিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে জেলার ৭টি থানা হতে নির্বাচিত আগত অফিসারদের এক সংবর্ধনা শেষে তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার মোছা: ইয়াসমিন খাতুন। এতে সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম কে থানা পরিচালনার ক্ষেত্রে এবং উপপরিদর্শক পার্থ শেখর ঘোষকে শ্রেষ্ঠ উদ্ধারকারী ও সহকারী উপপরিদর্শক আব্দুল জলিলকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল শাখায় নির্বাচিত করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে জেলা পুলিশের বিভিন্ন শাখার সিনিয়ির অফিসারগণ উপস্থিত ছিলেন।

banner close
banner close