শুক্রবার

৯ মে, ২০২৫
২৫ বৈশাখ, ১৪৩২
১১ জিলক্বদ, ১৪৪৬

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মে, ২০২৫ ২০:৫৫

শেয়ার

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে সোহাগপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর সোহাগপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর থানার ওসি মো. রাশেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন জানান, টাঙ্গাইলগামী একটি পিকআপ বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের সোহাগপাড়া এলাকায় পৌছালে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক, হেলপার ও যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপটি সরিয়ে নেয়।

 

 

banner close
banner close