বৃহস্পতিবার

৮ মে, ২০২৫
২৫ বৈশাখ, ১৪৩২
১১ জিলক্বদ, ১৪৪৬

ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী ঠাকুরগাঁও সীমান্তে আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মে, ২০২৫ ১৯:২৮

আপডেট: ৮ মে, ২০২৫ ১৯:২৯

শেয়ার

ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী ঠাকুরগাঁও সীমান্তে আটক
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দশ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। বৃহস্পতিবার সকালে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের চাপসা বিওপি সীমান্তে ভারত থেকে আসার পথে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল।

বিজিবি ও স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর থানা পুলিশের ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানায়, বৃহস্পতিবার সকালে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ১০ জনকে আটক করেছে বিজিবি। সকলেই বাংলাদেশি নাগরিক। তারা নিতান্তই গরীব মানুষ, কাজের জন্যই ভারত গিয়েছিল। বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মেদ জানান, ‘ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করায় ১০ জনকে আটক করা হয় বলে আমি খবর পেয়েছি। তবে এটা আমার এরিয়ার মধ্যে পড়ে না। এটা বিজিবি ৪২ দিনাজপুর ক্যাম্পে পড়েছে।’

তবে এ ঘটনায় দিনাজপুর বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

banner close
banner close