বৃহস্পতিবার

৮ মে, ২০২৫
২৫ বৈশাখ, ১৪৩২
১১ জিলক্বদ, ১৪৪৬

মাঝারি তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৮ মে, ২০২৫ ১৮:০৮

শেয়ার

মাঝারি তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়
ছবি: বাংলা এডিশন

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের তাপপ্রবাহ। ২৪ ঘন্টার ব্যবধানে জেলার তাপমাত্রা বেড়েছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমের কারণে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি।  

বৃহস্পতিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৬ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আদ্রতা ছিলো ৪০ শতাংশ।

আর বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৩৪ শতাংশ। যা গরমের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।

বুধবার দুপুর ১২ টায় আবহাওয়া অফিস চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করেছিলো ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৫৩ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ‘জেলায় মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলেছে যা আগামী ১৪ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আপাতত বৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড়ের আশংকা নেই।’

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু তাপপ্রবাহ বলা হয়। ৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে।

banner close
banner close