বৃহস্পতিবার

৮ মে, ২০২৫
২৫ বৈশাখ, ১৪৩২
১১ জিলক্বদ, ১৪৪৬

বাবাকে খুন করে নিজেই পুলিশে জানালেন মেয়ে

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ৮ মে, ২০২৫ ১৩:৪২

শেয়ার

বাবাকে খুন করে নিজেই পুলিশে জানালেন মেয়ে
সাভার মডেল থানা। ছবি : সংগৃহীত

সাভারে বাবাকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে মেয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) ভোরে সাভার পৌর এলাকার মজিদপুরে ‘নূর মোহাম্মদ ভিলার' পঞ্চম তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত ৫৫ বছর বয়সী আব্দুর সাত্তার নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় মেয়েটিকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, আটক মেয়েটি তার বাবার বিরুদ্ধে ২০১৯ সাল থেকে যৌন নির্যাতনের অভিযোগ তুলে ২০২৩ সালে নাটোরের একটি আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বাবাও পাল্টা চুরির অভিযোগে মেয়ের বিরুদ্ধে মামলা করেন। পরে তিনি সাভারের মজিদপুর এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে ওঠেন।

কয়েক মাস আগে মেয়েটি বাবার কাছে ফিরে আসেন। এরপর থেকেই বাবার পক্ষ থেকে মামলা প্রত্যাহারের জন্য চাপ আসতে থাকে। এতে ক্ষুব্ধ হয়ে মেয়েটি বাবাকে হত্যার পরিকল্পনা করেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। ঘটনার রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে অচেতন করেন। পরে রাত ৪টার দিকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করেন। এরপরই ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানান তিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত মেয়েকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

banner close
banner close