
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর বাজার এলাকায় নাগরিক ঐক্য পার্টির ব্যানারে লাঠি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ২ জনকে আটক করে।
গতকাল বুধবার মির্জাপুর বাজারের আঞ্চলিক সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। বাজারের বর্তমান অঘোষিত কমিটির ইজারাদার মোবারক হোসেন মুসল্লি ও মকবুল মুসল্লির বিরুদ্ধে এই মিছিলের আয়োজন করা হয়।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের বাজার কমিটির সদস্য আব্দুল গণি (৫২)-এর উসকানিতে মিছিলটি আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন রাশিদুল ইসলাম ওরফে রানা (২৮), নাইম (২৭) ও ফরহাদ (২৫)। তারা দুটি মিনি বাস ও দুটি অ্যাম্বুলেন্সে করে প্রায় একশত জনকে নিয়ে বাজার এলাকায় প্রবেশ করে। মিছিলকারীদের হাতে ছিল লাঠি, চাইনিজ কুড়াল ও অন্যান্য দেশীয় অস্ত্র।
এ ঘটনায় বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন মিছিলকারীদের প্রতিরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে স্থানীয়রা একটি অ্যাম্বুলেন্সসহ নাইম ও ফরহাদকে আটক করে এবং নাগরিক ঐক্য পার্টির ব্যানার ও লাঠি জব্দ করে।
পরে খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটক ২ জনকে হেফাজতে নেয়। ঘটনার পরপরই বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় একটি অ্যাম্বুলেন্স সহ ২ জনকে আটক করে হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: