বৃহস্পতিবার

৮ মে, ২০২৫
২৫ বৈশাখ, ১৪৩২
১০ জিলক্বদ, ১৪৪৬

নওগাঁয় ফসলের মাঠ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিনিধি,নওগাঁ

প্রকাশিত: ৭ মে, ২০২৫ ২০:০৮

আপডেট: ৭ মে, ২০২৫ ২০:০৮

শেয়ার

নওগাঁয় ফসলের মাঠ থেকে  বৃদ্ধের মরদেহ উদ্ধার
ছবি : বাংলা এডিশন
নওগাঁর ধামইরহাট উপজেলার একটি ফসলি মাঠ থেকে জাইদুল ইসলাম (৬২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
 
বুধবার (৭ মে) দুপুরে উপজেলার আড়ানগর ইউনিয়নের কানাই কাশিম্বি মোড় এলাকার পাশের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাইদুল ইসলাম পার্শ্ববর্তী কাজিপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
 
আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান জানান, বুধবার দুপুরে মরদেহটি একটি ফসলি মাঠের পার্শ্বে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,মাঠ থেকে বাড়ি ফেরার পথে প্রকৃতির ডাকে সে রাস্তা থেকে নিচে ফসলের মাঠে নামলে হয়তো স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
 
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বাংলা এডিশন কে জানান, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।
banner close
banner close