বৃহস্পতিবার

৮ মে, ২০২৫
২৫ বৈশাখ, ১৪৩২
১০ জিলক্বদ, ১৪৪৬

ঠাকুরগাঁও সীমান্তে ৩ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রতিনিধি,ঠাকুরগাঁও

প্রকাশিত: ৭ মে, ২০২৫ ১৮:২৮

শেয়ার

ঠাকুরগাঁও সীমান্তে ৩ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ছবি : বাংলা এডিশন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্ত থেকে ৪ জনকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে ৩ জন বাংলাদেশী ও একজন ভারতীয় বলে জানা গেছে। 
 
বুধবার  ভোরবেলা ভারত থেকে জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে  প্রবেশের সময়  সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
আটককৃতরা বাংলাদেশীরা হলেন, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ী দক্ষিণ দুয়ারী গ্রামের আনছারুল হকের ছেলে শামীম (৩০) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদুল হক (২৬) এবং চাড়োল ইউনিয়নের লাহিড়ী এলাকার এক যুবক, যার নাম নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে ভারতীয় যুবকের পরিচয় মিলেনি। 
 
স্থানীয়রা জানান, গেল এক সপ্তাহ হলো সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন শামীম, মেহেদুল সহ ৩ জন। বুধবার সকালে ভারতীয় ওই ব্যক্তি বাংলাদেশী ৩ জনকে ভারত থেকে অবৈধ পথে জগদল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টার সময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদলের নজরে আসে। পরে তাদের ৪ জনকে আটক করে নিয়ে যায়। 
 
আটক শামীম ও মেহেদুলের প্রতিবেশী জিয়ারুল, তালেবসহ কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, সীমান্তে বসাবসের কারণে নিয়মিত ভারতীয়দের সাথে যোগাযোগ রয়েছে তাদের। অবৈধ পথে ভারতে যাতায়াত এবং চোরাকারবারের সাথে জড়িত আটক ৩ জন। এর আগেও বেশ কয়েকবার তারা সীমান্তে আটক হয়েছিলেন। 
 
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বাংলা এডিশন কে বলেন, বাংলাদেশীদের ফিরিতে আনতে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। যতদ্রুত সম্ভব আমরা বাংলাদেশী নাগরিকদের ফেরত আনার চেষ্টা করছি।
banner close
banner close