
ছবি : বাংলা এডিশন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ এর ময়মনসিংহ কোম্পানির সিপিএসসি-এর একটি আভিযানিক দল ৬ মে রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানাধীন ভালুকা পৌরসভাস্থ ফুটওভার ব্রিজ সংলগ্ন গফরগাঁও রোডের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে।
অভিযানে ১১৪ বোতল বিদেশি মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যক্তির মোঃ দেলোয়ার হোসেন এর ছেলে মোঃ রাজু আহমেদ (৩২), স্থায়ী ঠিকানা: পূর্ব হাজীনগর টেংরা, থানা-ডেমরা, ডিএমপি, ঢাকা। বর্তমান ঠিকানা: মুরাদপুর, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর
র্যাব সূত্রে জানা যায়, অভিযানে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: