
সম্প্রতি ভারতের নিজস্ব চিত্রনাট্যে পেহেলগাম হামলার পরে ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি হলে গত রাতে প্রথমবারের মতো পাকিস্তানের পৃথক পৃথক তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে ভারত।
এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে পাকিস্তান। তবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান কি হবে তা এখনো অস্পষ্ট, যদিও দেশটির অধিকাংশ জনশক্তিই ভারতবিরোধীতা লালন করে।
তবে বাংলাদেশ সরাসরি কাউকে সমর্থন কিংবা সহায়তা করুক কিংবা নাই করুক, নিজ সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং অনুপ্রবেশ ঠেকাতে সোচ্চার রয়েছে সরকার।
এ ব্যাপারে বাংলা এডিশন কথা বলেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাজশাহী -১ ব্যাটেলিয়নের অধিনায়কের সাথে।চলমান এই পরিস্থিতিতে বিজিবির তৎপরতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন- ❝ভারত-পাকিস্তানের যুদ্ধের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।❞ ভারত-বাংলাদেশ রাজশাহী সীমান্তে বিজিবির অবস্থান সম্পর্কে তিনি জানান- ❝ আমরা সর্বদা সতর্ক ছিলাম,এখনো আছি।❞
তবে এই পরিস্থিতিতে সীমান্তে বাড়তি কোনো তৎপরতার ব্যাপারে জানাননি তিনি।
আরও পড়ুন: