
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে রোহিঙ্গাসহ ৩০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। বুধবার (৭ মে) সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচর জেলার শাহপাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা বুধবার ভোররাতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে পাঠিয়ে দেয় ৩০ জনকে। রৌমারী বিওপির বিজিবির টহলরত সদস্যরা ২৭ জনকে আটক করে। এ ছাড়া রৌমারী থানা পুলিশ তিনজনকে আটক করে।
রৌমারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা বাংলা এডিশন-কে বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের মধ্যে রোহিঙ্গা নাগরিক ২১ ও বাংলাদেশি নাগরিক ৯ জন।
এবিষয়ে রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী বলেন, আমরা ৩জনকে আটক করেছি। এর মধ্যে একজন রোহিঙ্গা বাকী ২জন বাংলাদেশী৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কোথায় থেকে কিভাবে বাংলাদেশে প্রবেশ করলো।
আরও পড়ুন: