মঙ্গলবার

৬ মে, ২০২৫
২৩ বৈশাখ, ১৪৩২
৮ জিলক্বদ, ১৪৪৬

এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও দলীয় নিবন্ধন পুনরুদ্ধারের দাবিতে বেলকুচিতে জামায়াতের সভা ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৬ মে, ২০২৫ ১৩:৫০

শেয়ার

এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও দলীয় নিবন্ধন পুনরুদ্ধারের দাবিতে বেলকুচিতে জামায়াতের সভা ও দোয়া মাহফিল
জামায়াতের সভা ও দোয়া মাহফিল।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় নিবন্ধন পুনরুদ্ধার, ‘দাঁড়িপাল্লা’ প্রতীক পুনরায় বরাদ্দ এবং কারাবন্দি দলীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (৫ মে) বিকেলে বেলকুচি উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল-এর সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওলানা শাহীনূর আলম।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মো. আলী আলম। আলোচনায় আরও অংশ নেন বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম প্রমুখ।
 
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক দল। আমরা আইনের শাসনের আওতায় সাংবিধানিক অধিকারসহ দলীয় স্বীকৃতি ফিরে পেতে চাই।”
 
তিনি আরও বলেন, “ব্যারিস্টার আব্দুর রাজ্জাক (রহ.) ইসলামী রাজনীতির একজন দূরদর্শী নেতা ছিলেন। তাঁর জীবনাদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করবে।”
 
আলোচনা সভা শেষে এটিএম আজহারুল ইসলামের মুক্তি, জামায়াতের নিবন্ধন পুনরুদ্ধার এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক (রহ.)-এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
banner close
banner close