বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

বিজিবির অভিযানে দেড় কোটি টাকার হরিণের কস্তুরীসহ আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ৬ মে, ২০২৫ ১৩:১৮

আপডেট: ৬ মে, ২০২৫ ১৩:১৯

শেয়ার

বিজিবির অভিযানে দেড় কোটি টাকার হরিণের কস্তুরীসহ আটক ১
বিজিবির অভিযানে আটক।

চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামালসহ মো. আঃ মতিন (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (০৫ মে ২০২৫) সকাল ৯টা ৫ মিনিটে জেলার বাঘারচর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

৩৫ বিজিবি সূত্রে জানা গেছে, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ মাখনেরচর এলাকায় অভিযান চালায় বাঘারচর বিওপির একটি টহল দল। আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭৪ সাব পিলার টি-৯ থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় হরিণের কস্তুরী ৬ পিস (২৫৪ গ্রাম), বিভিন্ন ধরনের প্রসাধনী ৮ পিস, ঔষধ ২৮ পিস, একটি মোবাইল ফোন, চার্জার, সিমকার্ড, পাওয়ার ব্যাংক ও একটি হেডফোনসহ চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়।

অভিযানে আটককৃত ব্যক্তি হলেন মো. আব্দুল মতিন কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা নতুন ব্যাপারীপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ৬৬ লক্ষ টাকা।

বিজিবি জানিয়েছে, আটককৃত আসামী ও জব্দকৃত মালামাল দেওয়ানগঞ্জ থানায় সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, বিজিবি মহাপরিচালক ঘোষিত 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের অংশ হিসেবে সীমান্তে মাদক, অস্ত্র ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও সক্রিয় রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ৩৫ বিজিবি প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

এবিষয়ে মঙ্গলবার (৬ মে) সকালে মুঠোফোনে দেওয়ানগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বাংলা এডিশন-কে জানান, বিশেষ ক্ষমতা আইনে আসামী আব্দুল মতিনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।



আরও পড়ুন:

banner close
banner close