কক্সবাজারের রামুতে পলিথিন ব্যাগে মোড়ানো মানুষের কাঁটা পা ও বিচ্ছিন্ন অংশ উদ্ধার করেছে রামু থানা পুলিশ। রবিবার বিকেলে খুনিয়াপালং ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড মির্জা আলীর দোকান নামক স্টেশনের ব্রিজের পাশে পায়ের এসব অংশ বিশেষ পাওয়া যায়। খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের এমইউপি সদস্য মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, বিকেলে হাটাহাটির সময় স্থানীয় জনতা ব্রীজের পাশে পলিথিনের ভেতর একটি বিচ্ছিন্ন পা দেখতে পায়, পরে রামু থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
রামু থানার ওসি তদন্ত শেখ ফরিদ বিষয়টি নিশ্চিত করে বাংলা এডিশন কে বলেন, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশ থেকে এসব উদ্ধার করা হয়। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
আরও পড়ুন:








