সোমবার

৫ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি,হরিরামপুর (মানিকগঞ্জ)

প্রকাশিত: ৪ মে, ২০২৫ ১৯:৪৩

শেয়ার

হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন
ছবি : বাংলা এডিশন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধাসহ তার অনুসারীদের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত সংবাদ প্রকাশ ও বিএনপির দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়নির প্রতিবাদে উপজেলার দুর্গম চরাঞ্চলে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নের এনায়েতপুর বাজারে আজিমনগর, সুতালড়ি ও লেছড়াগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং স্থানীয় সাধারণ জনগণের আয়োজনে এ প্রতিবাদসভা ও  মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় আজিমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ইমতিয়াজ টুটুল বলেন,গত ৮ এপ্রিল গণমাধ্যমে একটি মহলের ইন্দনে আমাদের উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে চরের জমি দখল ও চাঁদাবাজিসহ বেশ কিছু বিষয় উল্লেখ করে নিউজ প্রচারিত। এটা আসলে সম্পূর্ণরূপে উদ্দেশ্য প্রণোদীতভাবে করা হয়েছে। আমাদের দলীয় ভাবমূর্তিসহ হান্নান মৃধাকে হেয়পতিপন্ন করতেই এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা এর প্রতিবাদসহ তীব্র নিন্দা প্রকাশ করছি। পাশাপাশি এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল চেয়ারম্যানের ভাই আব্দুর রহমান পরিকল্পিতভাবে আমাদের দলের বেশ কিছু নেতাকর্মীের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জোড় দাবি করছি।

সুতালড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম খান মিন্টু জানান, উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধার বিরুদ্ধে যে নিউজ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি কেন চরের জমি দখল করতে আসবেন। বরং তিনি চরে তার নিজস্ব জায়গার ওপর আশ্রয়ন প্রকল্প নির্মাণ করে অসহায় মানুষদের আশ্রয় দিয়েছেন। কিছু আওয়ামী ফ্যাসিস্টের দোসরেরা মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আজিমনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মেম্বার জানান, আওয়ামী ফ্যাসিস্টের দোসররা  আমাদের উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধার নামে  মিথ্যা বানোয়াট ও সম্পূর্ণ ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে তাকে হেয়পতিপন্ন করার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি বিল্লাল চেয়ারম্যানের ভাই আমাদের দলীয় নেতাকর্মীদের নামে যে মিথ্যা মামলা করেছে তা প্রত্যাহারের জোড় দাবি করছি।

এ সময় উপস্থিত আরও ছিলেন, আজিমনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি শামসুদ্দিন,আজিমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিদুর রহমান মৃধা, সুতালড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ফিরোজ খান, উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান হবিসহ স্থানীয় জনগণ ।

banner close
banner close