
ছবি : বাংলা এডিশন
যমুনা নদীতে আকস্মিক পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের চরাঞ্চলের শত শত বিঘা বাদামের খেত তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকরা কোমর পানিতে নেমে অপরিপক্ব বাদাম তুলছেন লোকসানের হাত থেকে বাঁচতে।
শনিবার বিকেলে চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের সন্তোষা চরে সরেজমিনে দেখা যায়, অনেক কৃষক পানির মধ্যেই বাদাম তুলছেন। চৌহালী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এবছর চরাঞ্চলের প্রায় ২২০০ হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছিল। এর মধ্যে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের প্রায় ২০০ হেক্টর জমির ফসল পানিতে নষ্ট হয়েছে, যার পরিমাণ প্রায় ১৯০০ মণ বাদাম।
সন্তোষা চরের কৃষক আবু শামা, লোকমান হোসেন, ছানোয়ার হোসেন, মোসছেদ আলী ও জয়নাল হোসেন জানান, বাম্পার ফলনের আশায় এবার বেশি জমিতে বাদাম চাষ করেছিলেন। কিন্তু আকস্মিক জোয়ারে তাদের সব শ্রম বৃথা যাচ্ছে। তারা সরকারিভাবে সময়মতো প্রণোদনার দাবি জানান।
এনায়েতপুর এলাকার নদীর তীরে নারী-শিশুদেরও বাদাম ছাড়াতে দেখা গেছে। কেউ রোদে শুকাচ্ছেন, কেউ নদীর পাড়ে বাদাম কুড়াচ্ছেন। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, “কৃষকদের স্বপ্ন ভেঙে গেছে। সরকারিভাবে দ্রুত সহযোগিতা না পেলে অনেকেই বিপদে পড়বে।”
উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হুরায়রা বাংলা এডিশন কে জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। সরকারি সহায়তা ও বিশেষ প্রণোদনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছ।
আরও পড়ুন: