রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৭ জিলক্বদ, ১৪৪৬

সিরাজগঞ্জে ছয় মাস বন্দিশালায় আটক: অপহরণের দুই মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৪ মে, ২০২৫ ১৪:০৪

আপডেট: ৪ মে, ২০২৫ ১৪:০৫

শেয়ার

সিরাজগঞ্জে ছয় মাস বন্দিশালায় আটক: অপহরণের দুই মামলা
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে অপহরণ করে ছয় মাস ধরে ব্যক্তিগত বন্দিশালায় আটকে রাখার অভিযোগে দুটি মামলা হয়েছে। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সোনারাম গ্রামে পল্লিচিকিৎসক নাজমুল হোসেন তালুকদার আরাফাত ও ইউপি সদস্য শরিফুল ইসলাম শরীফের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের স্বজনরা এসব মামলা করেন।

ভুক্তভোগীদের একজন নারী ও অন্যজন আব্দুল জাব্বার। শুক্রবার ভোরে পালিয়ে রক্ষা পাওয়ার পর একে একে মামলা দায়ের হয়। নারী ভুক্তভোগীর স্বামী শনিবার রায়গঞ্জ থানায় দায়ের করা মামলায় আরাফাত ও শরীফসহ ১৩ জনের নাম উল্লেখ করেন। শুক্রবার রাতে জাব্বারের ছেলে শফিকুল ইসলাম আরেকটি মামলা করেন।

মামলায় জমিজমা ও আর্থিক বিরোধের প্রসঙ্গ উঠে এসেছে। অভিযুক্তদের মধ্যে এখন পর্যন্ত শুধু আরাফাতকে আটক করা হয়েছে। পুলিশ তাকে জেলা সদরে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, আগে থেকেই জিডি করা হলেও পুলিশ যথাযথ তৎপরতা দেখায়নি।

রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান দাবি করেন, জিডিতে আসামিদের নাম স্পষ্ট ছিল না, তাই গ্রেপ্তার সম্ভব হয়নি।

রায়গঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ বলেন, ‘পলাতক অপর অভিযুক্ত শরীফকে খুঁজছে পুলিশ।’

জেলা পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।

 

banner close
banner close