রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

শেরপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মে, ২০২৫ ১০:১৫

আপডেট: ৪ মে, ২০২৫ ১০:১৭

শেয়ার

শেরপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একজন নিহত
ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কের ওপর রাখা ধান ও খড় সাইড দিতে গিয়ে পাথর বোঝাই ডাম্পট্রাকের চাপায় কাজিমদ্দিন ওরফে তারু মিয়া নামে এক অটোচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে আরও ৫ যাত্রী আহত হন।  

শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কের বাইটকামারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই নালিতাবাড়ীর যোগানিয়া, বাইটকামারী ও গোবিন্দনগর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নকলা থেকে ৮ জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাইটকামারী ব্রিজের কাছাকাছি এলে রাস্তার মাঝ বরাবর পর্যন্ত রেখে দেয়া ধান ও খড় সাইড দিতে গেলে অটোরিকশাটি উল্টে যায়। একই সময়ে বিপরীতমুখী পাথর বোঝাই একটি ডাম্পট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়।

এতে ঘটনাস্থলেই নিহত হন অটোচালক কাজিমদ্দিন। আহত হন অটোরিকশায় থাকা আরও ৫ যাত্রী।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, ‘ঘাতক ডাম্পট্রাকটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’

এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান সোহেল রানা।

banner close
banner close