
সীমান্তে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর তৎপরতাকে বাংলাদেশে হুমকি হিসেবে দেখছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেছেন, "জিনিসের অস্তিত্ব থাকলে তবেই হুমকি থাকে। আমরা এটিকে হুমকি মনে করছি না।"
শুক্রবার (২ মে) সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
এক সাংবাদিক মিয়ানমার সীমান্তে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা এবং দেশের অভ্যন্তরে আরাকানি জনগোষ্ঠীর জলকেলি উৎসব পালনের বিষয় তুলে ধরলে স্বরাষ্ট্র সচিব বলেন, “বিভিন্ন রকমের সমস্যা আসতে পারে, আমাদের তা মোকাবিলা করতেই হবে। ছোট জিনিসও বড় হয়ে উঠতে পারে, আবার বড় জিনিসও ছোট হয়ে যেতে পারে। এখানে আমি কোনো হুমকি দেখছি না।”
সভা শেষে তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের সেবা কিছু সময়ের জন্য বন্ধ ছিল। তখন বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়েছিল, তবে এখন পুলিশ আবার পূর্ণ দায়িত্ব পালন করছে।”
স্বরাষ্ট্র সচিব জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যকারিতা তুলে ধরেন এবং বলেন, “৯৯৯-এ ফোন করলেই সাড়া পাওয়া যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। অনেক শিশুর করুণ মৃত্যুর ঘটনা আমাদের ব্যথিত করে।”
মতবিনিময় সভায় জুলাই আন্দোলনের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও ইসলাম ধর্মের বিভিন্ন আয়াত ও তাদের ব্যাখ্যা তুলে ধরে সৎভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
তবে উক্ত সভায় সরাসরি পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে।
আরও পড়ুন: