
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাত পাখার প্রার্থীকে মেয়র ঘোষণার জন্য দায়েরকৃত আবেদন এখনো মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। এটাতো সাধারণ জনগণ ও সমর্থকরা বোঝেন না। তারা না বুঝেই রাস্তায় নেমে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন হাতপাখার প্রার্থী ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম।
৩ মে শনিবার সকাল এগারোটায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গত ২০২৩ সালের ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ঐ নির্বাচনে আমাকে কিভাবে হেনস্তা ও পরাজিত করা হয়েছে, বরিশালসহ জাতীয় গণমাধ্যমে তার সাক্ষ্য প্রমাণ রয়েছে। ইবিএম কারচুপির মাধ্যমে ঐ সময় ফ্যাসিস্ট সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন পর্যন্ত করায়ত্ত করে তাদের প্রার্থীকে জয়ী দেখিয়েছে। এ নিয়ে করা আমার তাৎক্ষণিক মামলার কোনো কপি আমাকে দেয়া হয় নাই।
ফয়জুল করিম বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় কোনো মামালাই গ্রহণ করা হবেনা, এটা অনুধাবন করে আমরা এতোদিন চুপ ছিলাম। ৫ আগস্টের পটপরিবর্তনের পর ছাত্র জনতার সরকারের কাছে আমরা নতুন প্রত্যাশা খুঁজে পেয়েছি।
হাতপাখার প্রার্থী ফয়জুল করিম বলেন, ইতিমধ্যে আমরা দেখেছি চট্টগ্রাম ও ঢাকায় একই পদ্ধতিতে মামলা করে বিএনপির প্রার্থী মেয়র ঘোষিত হয়েছেন। এতে আমাদের প্রত্যাশা বেড়েছে। আর তাই দীর্ঘ ২২ মাস পর আমরা পুনরায় ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখার প্রার্থীকে মেয়র ঘোষণার জন্য নির্বাচন কমিশন ট্রাইবুনালে আবেদন করেছি। এই আবেদনের শুনানি আগামী ৫ মে ধার্য করা হয়েছে। ইতিপূর্বে আরো দুবার শুনানি ধার্য হলে আমার পক্ষে জনগণ রাস্তায় নেমে আন্দোলন করেছে। তারা না বুঝেই এটা করেছে। তাই এবার আমি সাংবাদিকদের মাধ্যমে সকলের কাছে অনুরোধ করবো, ৫ মে কেউ রাস্তায় নামবেন না। আদালতকে আপন গতিতে চলতে দিন। আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবো।
এসময় বরিশালের স্থানীয় দৈনিক সহ জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: