শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

পাটগ্রাম সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে, ২০২৫ ০৭:৩৫

শেয়ার

পাটগ্রাম সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে শুক্রবার সন্ধ্যায় ধরে নিয়ে যাওয়া এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম রিমন ও তার মামা সাজেদুল ইসলামকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ।

পতাকা বৈঠকের মাধ্যমে ৮ ঘণ্টা পর শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেয়া হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

এর আগে আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার এলাকায় কাঁটাতারের বেড়ার এপাশে থাকা ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও বানানোর সময় ওই দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে বিজিবির আহবানে তাদের ফেরত দিতে সম্মত হয় বিএসএফ।

বিজিবি জানিয়েছে, বিএসএফ ওই দুজনের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি। দেশে আসার পর তাদেরকে স্বজনদের হাতে তুলে দেয়া হয়েছে।

 

banner close
banner close