
নানা জটিলতার কারণে গত আট মাসে সারা দেশে বেশ কিছু গার্মেন্টস শিল্প কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান।
শুক্রবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিষ্ট ফাউন্ডেশন (বি,জি,ডবিøউ,টি,এফ) এর ১২ তম বার্ষিক মিলন মেলায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান এসময় আরও বলেন,বর্তমানে গ্যাস সংকটের কারণে বেশ কিছু গার্মেন্টস শিল্পে ধস নেমেছে এই অবস্থা চলতে থাকলে অনেক গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করেন তিনি।
মিলন মেলায় গার্মেন্টস পোশাকের বিশেষ প্রদর্শনী ও ফ্যাশন শোর আয়োজন করা হয়। এতে বিভিন্ন ওয়াশিং কারখানার মালিকরা বক্তব্য প্রদান করেন।
আরও পড়ুন: