শনিবার

৩ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

সিরাজগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো পিতার: আহত মা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২ মে, ২০২৫ ১৭:৫৪

শেয়ার

সিরাজগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো পিতার: আহত মা
মাদকাসক্ত ছেলে। ছবি :সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ গ্রামে মাদকাসক্ত ছেলের নির্মম মারধরে প্রাণ হারিয়েছেন কৃষক সেলিম মিয়া (৪৭)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী জান্নাতী খাতুন (৪২)। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অবস্থাও আশঙ্কাজনক।

পরিবার সূত্রে জানা যায়, নিহত সেলিম মিয়ার ছেলে জাহাঙ্গীর (১৯) দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। এ নিয়ে পরিবারে প্রায়ই কলহ লেগে থাকত। ঘটনার দিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নেশার টাকা নিয়ে সেলিম ও জাহাঙ্গীরের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে জাহাঙ্গীরের পক্ষ নিয়ে চাচাতো ভাই সালাম মাস্টার ও শহিদুল ইসলাম (মৃত আসমত প্রধানের ছেলে) ঝগড়ায় জড়িয়ে পড়েন। তারা তিনজন মিলে সেলিমকে মারধর শুরু করেন।

সেলিমকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী জান্নাতী খাতুনকেও বেধড়ক মারধর করা হয়। লাঠির আঘাতে সেলিমের মাথায় মারাত্মক আঘাত লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যান। পরে এলাকাবাসী সেলিম ও তার স্ত্রীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেলিমের মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত জাহাঙ্গীর, সালাম মাস্টার ও শহিদুল ইসলাম পলাতক রয়েছে। একাধিকবার ফোন করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

প্রতিবেশী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, “সেলিম একজন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। মাদকাসক্ত ছেলের হাতে এভাবে প্রাণ হারানো সত্যিই মর্মান্তিক।”

চরগিরিশ ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন বলেন, “চরাঞ্চলে মাদকের ভয়াবহতা বেড়েই চলেছে। এ জন্য পারিবারিক ও সামাজিক অস্থিরতা বেড়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, “ঘটনাটি সম্পর্কে মৌখিকভাবে জেনেছি। নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

 

banner close
banner close