শনিবার

৩ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

নীলফামারীতে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২ মে, ২০২৫ ১৩:১৪

শেয়ার

নীলফামারীতে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত
ছবি: বাংলা এডিশন

নীলফামারীর উত্তরা ইপিজেডের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক বেলাল মিয়া হারিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে উত্তরা ইপিজেডের অভ্যান্তরে একটি  শিল্পকারখানার নির্মানাধীন ভবনে।

নিহত বেলাল মিয়া সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের নুরুজ্জামানের ছেলে।

পুলিশ জানিয়েছে, উত্তরা ইপিজেডের অভ্যান্তরে একটি শিল্পকারখানার ৬ তলা ভবনের নির্মান কাজ চলছে। ঘটনার সময় ওই শ্রমিক ৬ তলা ভবনের ছাদের সাটারিং খুলতে গিয়ে অসাবধানবশত নিচে পড়ে যায়। সংবাদ পেয়ে উত্তরা ইপিজেডে ভেতরে অবস্থিত ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নীফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নীলফামারী থানার ওসি এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

banner close
banner close