শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

রাজবাড়ীতে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ মে, ২০২৫ ০৯:১৬

শেয়ার

রাজবাড়ীতে আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ও বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেফাতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জালার অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব।

গ্রেফাতারকৃতরা হলেন, সদর উপজেলার বরাট ইউনিয়নের ২নং ওয়ার্ড ভবদিয়া গ্রামের মো. ফরিদ আলী মোল্লা, সদর উপজেলার বিশ্বনাথ সাহা, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড নুরু মন্ডলের পাড়ার মো. জিয়াউর রহমান, উজানচর ইউনিয়ন ৫নং ওয়ার্ড গফুর মাতুব্বর পাড়ার মো. সোনাই মিয়া, উজানচর ইউনিয়ন ৭নং ওয়ার্ড ছাহের মণ্ডল পাড়ার মো. সমসের আলী, পাংশা উপজেলার পুপুলবাড়িয়া গ্রামের মো. মিন্টু শেখ, পৌরসভার রঘুনাথপুর গ্রামের গোলাম মোরতোজা নাছের, মাগুরাডাঙ্গী গ্রামের মো. হাবিবুর রহমান, নারায়ণপুর গ্রামের মোস্তাফিজুর রহমান ও বাবুপাড়া গ্রামের মো. মনিরুল ইসলাম।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২ জন, গোয়ালন্দ ঘাট থানায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ জন এবং পাংশা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতা-কর্মীকে গ্রেফাতার করা হয়েছে।

banner close
banner close