
ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. বেলাল নামে এক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বেলাল কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় থাকতেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশার মালিক জাহিরুল ইসলাম জানান, ‘প্রতিদিনের মতো অটোরিকশাটি ভাড়া নিয়ে আজ সকালে বেরিয়েছিল বেলাল। পরে আমরা খবর পাই, রাজেন্দ্রপুর মোড়ে অন্য আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, বেলাল আর বেঁচে নেই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে অটোরিকশা চালক বেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: