বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

গত ঈদেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় এত যানযট হয়নি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মে, ২০২৫ ১৪:৩৪

আপডেট: ১ মে, ২০২৫ ১৪:৫৫

শেয়ার

গত ঈদেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় এত যানযট হয়নি
ছবি:বাংলা এডিশন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মে দিবসসহ টানা ৩ দিনের ছুটির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার ভোর থেকেই যাত্রীদের ঢল দেখা যায়। তবে ভোরে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে পড়ার কারণে এই যানজটের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে নূরীতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। হাইওয়ে পুলিশের নিজস্ব রেকার গাড়িটি তুলতে না পারায় ফেনী থেকে ভারী রেকার এনে উদ্ধারকাজ চালানো হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থেকে চান্দিনা, ইলিয়টগঞ্জ হয়ে দাউদকান্দি অংশ পর্যন্ত এবং অপরদিকে নিমসার এলাকা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকা যানজটের কবলে পড়েছে।

আরাফাত নামে এক যাত্রী বাংলা এডিনশনকে জানায়, প্রায় ২ ঘন্টার বেশি সময় ধরে মহাসড়কে গাড়ি একই স্থানে দাঁড়িয়ে আছে। তীব্র যানযটের কারণে চরম জনভোগান্তি তৈরি হয়েছে।
জান্নাত নামের আরেকজন যাত্রী বাংলা এডিশনকে জানায়, তীব্র যানযটে চরম জনভোগান্তি সৃষ্টি হলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যানযট নিরসনে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. রুহুল আমিন বলেন, ঢাকামুখী লেনের যান চলাচল ব্যাহত হলে অনেক গাড়ি উল্টো পথে চলতে গিয়ে যানজট আরও বেড়ে যায়। কাভার্ডভ্যানটি সরিয়ে নেওয়া হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, চান্দিনা থেকে দাউদকান্দি ও নিমসার পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। বর্তমানে পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ভোর থেকে সৃষ্টি হওয়া যানজটটি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

বিস্তারিত: https://www.youtube.com/watch?v=XGy7aGxndrQ

banner close
banner close