বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩ শাওয়াল, ১৪৪৬

সিরাজগঞ্জে ঋণের দায় শোধে সরকারি গাছ বিক্রি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫ ২১:৪৫

শেয়ার

সিরাজগঞ্জে ঋণের দায় শোধে সরকারি গাছ বিক্রি
সরকারি গাছ বিক্রি। বাংলা এডিশন

সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি জলাশয়ের ইজারা নিয়ে জটিলতার জেরে ঋণের টাকা শোধ করতে গিয়ে সরকারি ক্যানেলের গাছ বিক্রির অভিযোগ উঠেছে এক প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে। ঘটনাটি উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, জালালপুর ইউনিয়নের দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মো. সেলিম ও তার ভাই সুজাবুল আলম সৈয়দপুর গ্রামের একটি সরকারি জলাশয় দুই বছরের জন্য ইজারা নেন। পরে তারা সেটি চার বছরের জন্য সাব-লিজ দেন স্থানীয় হাজী রাসেলকে। কিন্তু সঠিকভাবে পানি না থাকায় মাছচাষে ব্যর্থ হয়ে ক্ষতিপূরণ দাবি করেন রাসেল।

অভিযোগে বলা হয়, টাকা ফেরত না দিয়ে দপ্তরি সেলিম রাসেলকে পরামর্শ দেন জলাশয়ের পাশে থাকা প্রায় ৫০টি ইউক্যালিপটাস গাছ বিক্রি করে টাকা নিতে। এরপর রাসেল স্থানীয় গাছ ব্যাপারী আবু তালেবের কাছে গাছগুলো ২ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করেন। মঙ্গলবার গাছ কাটার সময় ১৭টি গাছ কেটে ফেললে স্থানীয়দের বাধার মুখে কাজ বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, অভিযুক্ত সুজাবুল আলম গত বছর ৫ আগস্ট থেকে পলাতক। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সেলিমও পালিয়ে যান।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, "ঘটনার খবর পেয়ে তদন্তের জন্য একজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। সরকারি সম্পদ নষ্ট হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান, "গাছগুলো অপসারণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।"

 

banner close
banner close