ছবি : বাংলা এডিশন
শরীয়তপুরের নড়িয়ায় অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের গোলার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে টার দিকে নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের গোলার বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন বাজারে ছড়িয়ে পড়ে। আগুনে ২ টি মুদি, ১ টি মনোহরী দোকান ও ১ টি সেলুন পুড়ে ছাঁই হয়েছে। খবর পেয়ে নড়িয়া উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ধারনা করা হচ্ছে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদার লতিফ ঢালী বলেন, বেচাবিক্রির জন্য দোকানে অনেক টাকার মাল উঠিয়েছিলাম।বেচাবিক্রির পরে অনেক মালামাল দোকানে ছিল। আগুনে সব পুড়ে গেল।
দোকানদার শম্ভু মন্ডল বলেন, হঠাৎ শুনি বাজারে আগুন লাগছে। দৌড়ে এসে দেখি আমার পুরো দোকান আগুনে পুড়ে যাচ্ছে। কিছুই বের করতে পারি নাই। এখন সরকার থেকে যদি সাহায্য দেয় তাহলে আবার নতুন করে দোকান চালু করতে পারব।
নড়িয়া উপজেলা ফায়ার ব্রেকার আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ব্যাপারে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম (বুলবুল) বাংলা এডিশন কে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে সরকারিভাবে সহযোগিতা করা হবে।
আরও পড়ুন:








