বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

সৈয়দপুরে গড়ে উঠেছে মরুর দুম্বার খামার, দর্শনার্থীদের ভিড়

প্রতিনিধি,নীলফামারী

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫ ১৭:২৬

আপডেট: ২৯ এপ্রিল, ২০২৫ ১৭:২৯

শেয়ার

সৈয়দপুরে গড়ে উঠেছে মরুর দুম্বার খামার, দর্শনার্থীদের ভিড়
ছবি : বাংলা এডিশন

নীলফামারীর সৈয়দপুরের গ্রামে গড়ে মরুর প্রাণি দুম্বার খামার। উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের কাথারিপাড়ায় গড়ে উঠেছে দুম্বার খামার। ওই খামারে পালন হচ্ছে ২৭টি দুম্বা। কোরবানির ঈদকে সামনে রেখে এসব লালন-পালন করা হচ্ছে বলে খামার মালিক জানান।

কাথারিপাড়ার কৃষক রবিউল ইসলাম কাজল (৪৮) গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী দুম্বার খামার। দেখা যায়, উৎসুক মানুষের ভিড়। অন্যরকম জলবায়ুর প্রাণি দুম্বা দেখতে কেমন তা দেখতে দূর-দূরান্ত থেকে এসেছেন নারী-পুরুষরা। প্রাণিগুলো খাচ্ছে নিয়মিত খাস, ভূষি ইত্যাদি।

দুম্বা খামার মালিক রবিউল বলেন, তাঁর সহোদর ছোট ভাই দীর্ঘদিন ধরে সৌদী আরব প্রবাসী।পশু প্রেমিক ওই ভাইটি ২০২৩ সালে দেশে আসলে সাথে করে দুটি দুম্বা বয়ে আনেন।ভাইয়ের পরামর্শে সখের বশে ছাগলের খামারে ছেড়ে দেন তিনি দুম্বা দুটি। এর কিছুদিন পর তুর্কি প্রজাতির আরও ৬টি দুম্বা সংগ্রহ করেন তিনি। ৬ মাসের মাথায় এসব বাচ্চা দিতে শুর করে। বর্তমানে তাঁর খামারে ২৭টি দুম্বা রয়েছে।
এ নিয়ে সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হেমন্ত কুমার রায়ের সাথে কথা হয়। তিনি বলেন, শুনেছি তবে খামারটি এখনো দেখা হয়নি।বিষয়টি খোঁজখবর নেয়া হবে।



আরও পড়ুন:

banner close
banner close