
বজ্রপাতে নারীর মৃত্যু ।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বজ্রপাতে সেফালী বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে সখিপুর থানার ওসি মো.ওবায়দুল হক এ তথ্য নিশ্চিত করেন। এরআগে বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সখিপুর ইউনিয়নের বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, সোমবার সেফালি ও তার স্বামী গরুর জন্য ঘাস আনতে গিয়ে আকস্মিক বজ্রপাতে আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে তার স্বামী ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সখিপুর থানার ওসি মো.ওবায়দুল হক বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
আরও পড়ুন: