বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৮ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে র‌্যাব-১২'র অভিযানে ৩,৯৭৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধি,সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫ ১৭:১১

শেয়ার

সিরাজগঞ্জে র‌্যাব-১২'র অভিযানে ৩,৯৭৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ছবি : বাংলা এডিশন
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানির অভিযানে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার ষোল মাইল এলাকায় ৩,৯৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।
শনিবার রাত ২টা ২০ মিনিটে রায়গঞ্জের চান্দাইকোনা মা ফুড গার্ডেন হোটেলের বিপরীত পাশে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশের একটি পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাবের একটি চৌকস দল।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মোঃ খোকন মিয়া (৫৫)। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার চর ষোলকিয়া গ্রামের বাসিন্দা। অভিযানকালে তার কাছ থেকে ইয়াবার পাশাপাশি মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ৬,১২৫ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন মিয়া স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনার বিষয়ে রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।র‌্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন থাকতে অনুরোধ করা হয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close