বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

ধামরাইয়ে অটোরিকশা চালক হত্যার রহস্য উৎঘাটন

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫ ১৯:৫৮

শেয়ার

ধামরাইয়ে অটোরিকশা চালক হত্যার রহস্য উৎঘাটন
ছবি: বাংলা এডিশন

ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালক হত্যার রহস্য উৎঘাটন করেছে পুলিশ। দুপুরে ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে এ হত্যার রহস্য উৎঘাটনের কথা জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

পুলিশ জানায়, ২০ এপ্রিল বিকেলে ধামরাইর উপজেলার বাটুলিয়া পাড়া গ্রামের অটোরিকশা চালক মোহাম্মদ আলীকে ধামরাই উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের চার তলায় নিয়ে কুপিয়ে হত্যা করেন স্ত্রী জয়তুন ও পরকিয়া প্রেমিক তোফাজ্জল মিয়া।

পরে খবর পেয়ে পুলিশ সেদিন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পরে রাতে পুলিশ তদন্ত শেষে হত্যার অভিযোগে স্ত্রী জয়তুন ও পরকিয়া প্রেমিক তোফাজ্জলকে গ্রেফতার করে।

দুপুরে আসামীদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। পরকিয়ার জের ধরে স্ত্রী ও প্রেমিক তাকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।



আরও পড়ুন:

banner close
banner close