
ছবি: বাংলা এডিশন
গত ৫ দিন আগে সিলেট থেকে কক্সবাজারে এসে নিখোঁজ হওয়া সেই ৬ শ্রমিককে টেকনাফের গহীন পাহাড়ী এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান, গত ১৬ এপ্রিল সিলেটের জকি গঞ্জ হতে রাজমিস্ত্রির কাজ করতে আসা ৬ শ্রমিক কক্সবাজার থেকে অপহৃত হওয়ার ঘটনা ঘটে।
ঘটে যাওয়া ঘটনার পর থেকে তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করার জন্য পুলিশের অভিযানিক কার্যক্রম অব্যাহত থাকে। পুলিশ গোপন সংবাদ ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারে সেই ৬ শ্রমিক টেকনাফের সদর ইউনিয়নের অন্তর্গত পাহাড়ী এলাকায় রয়েছে।
এরপর উক্ত বিষয়টি পুলিশ অবগত হওয়ার পর, মঙ্গলবার টেকনাফ মডেল থানায় কর্মরত পুলিশের একটি চৌকস দল রাত সাড়ে ৮টার দিকে সদর ইউপির অন্তর্গত রাজাছড়া এলাকা সংলগ্ন গহীন পাহাড়ী এলাকা থেকে সেই ৬ শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
ঐ এলাকায় মানব পাচার ও অপহরণ চক্রের সাথে জড়িত একটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে। সেই সন্ত্রাসীরাই উক্ত অপরাধটি সংঘটিত করেছে।
জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি।
তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করার জন্য টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জসহ অভিযানিক পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পাশাপাশি মানবপাচারকারী ও অপহরণ চক্রের সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্যও সংশ্লিষ্ট বাহিনীর প্রতি জোর দাবী জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: