শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

“চাঁদাবাজি-মাদকের বিপরীতে শিবির” – ইবিতে শিবিরের সেক্রেটারি জেনারেল

প্রতিনিধি,ইবি

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৫ ২০:৪৯

শেয়ার

“চাঁদাবাজি-মাদকের বিপরীতে শিবির” – ইবিতে শিবিরের সেক্রেটারি জেনারেল
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে একটি “মেধা ও মূল্যবোধভিত্তিক” ছাত্র সংগঠন হিসেবে আখ্যায় দিয়ে সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, “শিবিরে নেই চাঁদাবাজি, নেই মাদকের ঠাঁই। এখানেই মেধাবীরা তাদের বিকাশের নিরাপদ জায়গা খুঁজে পায়।” 

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসি করিডোরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে চেয়েছি যেখানে ছাত্ররা তাদের স্কিল ও পার্সোনালিটি ডেভেলপমেন্টে মনোযোগ দিতে পারে। কেউ যখন ইসলামী ছাত্রশিবিরে যুক্ত হয়, আমরা তার আগের রেজাল্ট দেখার চেয়ে সংগঠনে আসার পর তার কতটা উন্নতি হয়েছে সেটিতে গুরুত্ব দেই।”

সংগঠনটির বিস্তৃতি সম্পর্কে তিনি জানান, “ইসলামী ছাত্রশিবির শুধু বিশ্ববিদ্যালয় নয়—স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক—সর্বত্র তাদের কার্যক্রম পরিচালনা করে। আমাদের থিওরি হচ্ছে, যে কেউ চাইলেই শিবির করতে পারবে, তবে তাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে উন্নয়নের জন্য।”

সহনশীল রাজনীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমরা সবসময় চেষ্টা করি যেন সহনশীলতা বজায় থাকে। ছাত্র রাজনীতি মানেই সংঘর্ষ—এই ধারণা থেকে বেরিয়ে এসে আমরা সম্পর্ক, সম্মান ও নীতিনিষ্ঠ নেতৃত্ব গড়তে চাই।”

তিনি আরও বলেন, “আমরা চাই এমন একটি ক্যাম্পাস সংস্কৃতি যেখানে ছাত্ররা সৃজনশীল হবে, নেতৃত্ব দিতে পারবে এবং নিজ নিজ অবস্থান থেকে জাতির জন্য অবদান রাখবে।”

banner close
banner close