শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি,সিরাজগঞ্জ

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৫ ২০:৪২

শেয়ার

সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: বাংলা এডিশন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার সকালে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
 
তিনি জানান,র‌্যাব-১২,সদর কোম্পানির আভিযানিক দল উল্লাপাড়া থানার চর মোহনপুর গ্রামের (দাসপাড়া), ১নং আসামি আলামিন এর বসত ঘরে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪৭ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারকৃত আসামী, উপজেলার চর মোহনপুর (দাশপাড়া), গ্রামের পর্বত প্রামানিকের ছেলে আলামিন (৩৮) ও কয়রা হোরপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (২১)। এছাড়াও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
 
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
banner close
banner close