শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

নীলফামারীতেই হবে চীনের ১০০০ শয্যার হাসপাতাল: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

প্রতিনিধি,নীলফামারী

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৫ ১৯:৩৪

আপডেট: ২২ এপ্রিল, ২০২৫ ১৯:৩৫

শেয়ার

নীলফামারীতেই হবে চীনের ১০০০ শয্যার হাসপাতাল: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
ছবি: বাংলা এডিশন

চীন সরকারের প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতালটি নীলফামারীতেই হবে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হারুন অর রশিদ। মঙ্গলবার  সকালে নীলফামারী সদর উপজেলার টেক্সটাইল মিল সংলগ্ন মাঠ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি।  এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিভিল সার্জন আব্দুর রাজ্জাক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জেলা শাখার সভাপতি আ.খ.ম আলমগীর হোসেন প্রমুখ।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হারুন অর রশিদ বাংলা এডিশন কে বলেন, উপদেষ্টা মহোদয়ের কথা অনুযায়ী রংপুরের আশেপাশে যে জায়গাটি পরিদর্শন করেছিলাম সেটি মোটেও সন্তোষজনক না। এর পরেই নীলফামারী জেলা প্রশাসক অতিদ্রুতই এই জায়গার রিপোর্ট আমাদেরকে পাঠান। আমরা এই জায়গা পরিদর্শন শেষে সার্বিক দিক বিবেচনা করে আমরা অনেকটা পজেটিভ স্থানে আছি। কারণ জেলা প্রশাসকের প্রস্তাবিত জায়গাটি নিয়ে এখন পর্যন্ত কেউ দ্বিমত পোষণ করেননি।  ফেসবুকে যা লেখালিখি চলছে এসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চীন সরকারের প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল নীলফামারীতেই হবে এবং এই স্থানেই হবে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও বলেন, ভৌগোলিক ও যোগাযোগ দিক বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রথম পছন্দের জায়গা এটি, তা অস্বীকার করার কোনো উপায় নেই। উপদেষ্টা মহোদয় আমাদেরকে জানিয়েছিলেন, ১০ থেকে ১২ একর জায়গায় কথা। কিন্তু আমরা এসে দেখলাম এখানে ২০ থেকে ২৫ একর জায়গা রয়েছে। অতএব আমরা এখানে আরও সুন্দরভাবে কাজ পরিচালনা করতে পারবো। উত্তর বঙ্গের মানুষ আচার আচরণের দিক থেকে ভালো এবং পাশেই বিমানবন্দর রয়েছে এবং সড়ক পথেও যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। সব দিক থেকেই যদি আমি বিবেচনা করে বলি, তাহলে এটি আমাদের প্রথম পছন্দ।

banner close
banner close