বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি,সিরাজগঞ্জ

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৫ ১৭:২২

আপডেট: ২২ এপ্রিল, ২০২৫ ১৭:২৪

শেয়ার

সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি : বাংলা এডিশন
সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে নাটুয়ারপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ হাতে। গ্রেপ্তার ওই ছাত্রলীগ নেতার নাম মো. নাসিম (২৮)। তিনি উত্তর তেকানি গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি নাটুয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
মঙ্গলবার রাত সাড়ে ১২টায় নিজবাড়ি থেকে নাসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে গত বছরের ২৪ আগস্ট ও ২৯ আগস্ট দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কাজিপুর থানার ওসি নূরে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার নাসিমকে আজ মঙ্গলবার সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।'
গত ২০ এপ্রিল উপজেলার চরাঞ্চলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাতে মশাল হাতে মিছিল করে নানা স্লোগান দেয়।
এই ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হলে বিষয়টি পুলিশের নজরের এলে অভিযান পরিচালনা করা হয়।'



আরও পড়ুন:

banner close
banner close