
আকাশপথ, রেলপথ ও সড়ক পথের বিশেষ সুবিধাসহ বিজিবি ক্যাম্পের নিরাপত্তা থাকায় নীলফামারীর দারোয়ানিী টেক্সটাইল মিল সংলগ্ন মাঠে চীনের উপহার এক হাজার শয্যার হাসপাতালটি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী।
সোমবার সকাল ১১টার দিকে নীলফামারীর টেক্সটাইল মিল এলাকাবাসীর আয়োজনে মাঠ সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এতে প্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল স্থাপনের করার জন্য একাত্মতা ঘোষণা করে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসীর ও ছাত্রদের সাথে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক, সাংস্কৃতিকসহ সব শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার শাখার নায়েবে আমীর অধ্যাপক ড. খায়রুল আনাম সহ স্থানীয়রা।বক্তারা বলেন, নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল মাঠে হাসপাতালটি স্থাপন করা হলে পার্শ্ববর্তী সকল জেলার পাশাপাশি বিমানবন্দর ও চিলাহাটি রেলপথ স্থলবন্দর কাছে হাওয়ায় বিভিন্ন দেশের রোগীরা এসে সুবিধা ভোগ করতে পারবে এই হাসপাতাল থেকে। তাই চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি নীলফামারীতে প্রতিষ্ঠার করার দাবি জানান সর্বস্তরের ছাত্র-জনতা।
আরও পড়ুন: