
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাল্কহেড থেকে মেঘনা নদীতে পড়ে এক নৌযান শ্রমিক নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া গেছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর স্টেশন অফিসার রিফাত মল্লিক।
এর আগে বিকেল ৫টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা পুরান ফেরি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ নৌযান শ্রমিকের নাম আতাবর। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
রোববার বিকেলে মালামাল খালাস করে তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকায় এস এম এন্টারপ্রাইজ নামে বাল্কহেডটি নোঙর করা ছিল। বাল্কহেডের ডেকের ওপরে দাঁড়িয়ে ছিলেন সুকানি আতাবর।
এ সময় পাথর বোঝাই তোহা এন্টারপ্রাইজ নামে অপর একটি বাল্কহেড পিছন থেকে ধাক্কা দিলে নোঙর করা এস এম এন্টারপ্রাইজ বাল্কহেডের সুকানি আতাবর মাথায় আঘাত পেয়ে ছিটকে নদীতে পড়ে যান। পরে সঙ্গে সঙ্গে নদীতে নেমে সহকর্মীরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘ সময় তার খোঁজ পাওয়া না গেলে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়।
বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, ‘রোববার সন্ধ্যার দিকে আমরা এরকম একটি খবর পাই। নিখোঁজ নৌযান শ্রমিকের এখনো পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি।’
আরও পড়ুন: