বুধবার

২৪ ডিসেম্বর, ২০২৫ ৯ পৌষ, ১৪৩২

ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৫ ২০:১২

শেয়ার

ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল
মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে সর্বস্তরের ছাত্র ও যুব সমাজের আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৯ এপ্রিল) বেলা এগারোটার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশাল সিটি করপোরেশনের সর্বস্তরের জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের অংশগ্রহণে গণমিছিল বের করা হয়।

মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা বলেন, ২০২৩ সালের সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করীম প্রকৃত বিজয়ী হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর সহায়তায় এবং প্রশাসনের সরাসরি সহযোগিতায় নির্বাচনকে প্রভাবিত করে তাকে জোরপূর্বক পরাজিত ঘোষণা করা হয়েছে।

বক্তারা আরও বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় না রেখে নৌকা প্রতীকের পক্ষে পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছে। ভোটেরদিন শহরের বিভিন্ন কেন্দ্রে হামলা, ভীতি প্রদর্শন ও জালিয়াতির ঘটনা ঘটেছে। তাই আজ জনতার পক্ষ থেকে দাবি উঠেছে বরিশালের জনগণ প্রকৃত বিজয়ীকেই মেয়র হিসেবে দেখতে চায়। সেই দাবি থেকেই বরিশালবাসী মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান করেন।

সমাবেশে যুব নেতা রেজাউল করিম, আমান হোসেন রিয়াদ, ছাত্রনেতা গাজী রিদওয়ান, এফএম সালাউদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম, মেহেদী হাসান, বিএম কলেজের শিক্ষার্থী হান্নান উদ্দিন শাকিল, হাসিবুল হাসান শান্ত, হাবিবুল্লাহ রনি, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জহিরুল ইসলাম জিহাদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধন ও সমাবেশ শেষে গণমিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত ও সিটি নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন মুফতি ফয়জুল করীম। মামলায় তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে তাকে বিজয়ী ঘোষণা করার আবেদন করেন। মুফতি ফয়জুল করীমের পক্ষে ট্রাইব্যুনালে মামলাটি দাখিল করেন আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির।



আরও পড়ুন:

banner close
banner close